Friday, December 19, 2025

বিজেপিতে দলবদলুদের সম্মান দেওয়ার ডাক কৈলাসের, দলে বিভ্রান্তি

Date:

Share post:

অন্য দলের কোনও নেতা-কর্মী যে উদ্দেশ্য নিয়েই বিজেপিতে আসুন না কেন তাঁকে স্বাগত জানাতে হবে। শেষ পাতের চাটনি মনে করে দূরে ঠেলে দিলে হবে না। পশ্চিমবঙ্গের সংগঠন বাড়ানোর বৈঠকে দলীয় সতীর্থদের এই পরামর্শই দিলেন এরাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। দলের আদি নেতাদের যখন অন্য দল ছেড়ে আসা নেতাদের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছিলেন কৈলাস, তখন তাঁর পাশে বসেছিলেন তৃণমূলত্যাগী মুকুল রায়ও। ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, সুব্রত চট্টোপাধ্যায়। সংগঠন বাড়াতে তৃণমূল ও অন্য দল ভাঙাতে যে তাঁরা খুবই উৎসাহী এবং দল ভাঙিয়ে সংগঠন বাড়ানোর ফর্মূলায় তাঁরা যে তৃণমূলেরই পদাঙ্ক অনুসরণ করতে চান তা স্পষ্ট বুঝিয়ে দেন কৈলাস। এমনকী তৃণমূলে থাকাকালীন আদায়-কঁচকলায় সম্পর্ক থাকা মুকুল রায় ও অর্জুন সিং দুজনকে নিয়ে সাংগঠনিক লাভ হয়েছে বলে মনে করেন কৈলাস। তিনি বলেন, দল বড় করতে হলে মন বড় করতে হবে। অন্য দল থেকে যাঁরা এসেছেন তাঁদের আপন করে নিতে হবে। কিন্তু এ নিয়ে দল একমত নয় বলে একাধিক সূত্রে খবর। যারা এতদিন বিজেপিকে তুলোধোনা করে এসেছে অনেকে তাদের রাতারাতি নেতা মানতে নারাজ।

কৈলাস বিজয়বর্গীয়র কথা থেকে পরিষ্কার, তাঁরা তৃণমূলকে ভাঙানো অব্যাহত রাখবেন। একইসঙ্গে আদি নেতাদের সঙ্গে দলবদলুদের মানিয়ে নেওয়ার আবেদনে স্পষ্ট, অন্য দল থেকে লোকজন আসছে ঠিকই, কিন্তু বহুক্ষেত্রে তেলে-জলে মিশ খাচ্ছে না।

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...