প্রয়াত বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী তথা অভিনেতা বিরু কৃষ্ণণ। শনিবার রাতে মুম্বইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি ‘রাজা হিন্দুস্তানি’ , ‘আকেলে হাম আকেলে তুম’-সহ অসংখ্য হিট ছবিতে তাঁর অভিনয় দর্শকদের হৃদয় জয় করে নেয়।

শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্যোশাল সাইটগুলিতে শোকবার্তার বন্যা বলিউডের বিশিষ্টজনদের। শোকবার্তায় প্রিয়াঙ্কা চোপড়া, তাঁকে ‘গুরুজি’ বলে সম্বোধন করেন। তিনি জানান, “আপনি অনেক ধৈর্য নিয়ে আমাকে নাচ শিখিয়েছেন। কেবলমাত্র কত্থক নয়, আরও অনেক ধরনের নাচ আমি আপনার থেকে শিখেছি।” বিরুর ছাত্রী তথা সুনীল শেট্টির মেয়ে আথিয়া জানান, “তাঁর আকস্মিক মৃত্যুর খবরে আমি ‘শকড’।” শোকবার্তায় শিল্পীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী লারা দত্ত। তিনি জানান, “উনি একজন সত্যিকারের শিক্ষক। নিজেই একটি কত্থকের ‘ইনস্টিটিউশন’।”

উল্লেখ্য, টিভি হোক বা ফিল্ম, বহু অভিনেত্রীই তাঁর কাছ থেকে নাচ শিখেছেন। উল্লেখ্য, সম্প্রতি ‘টিচারস ডে’ উপলক্ষে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফকে তাঁর ফেবারিট টিচার বা গুরুর কথা জানতে চাইলে, ক্যাটরিনা বিরু কৃষ্ণণনের নামই বলেন।

আরও পড়ুন-নিখোঁজ ব্যাঙ্ক কর্তা! অপহরণ, নাকি অন্যকিছু ?