রেলকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের কাছে আরও ভালোভাবে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে ‘মেডিক্যাল ভ্যান অন হুইল’, অর্থাৎ চলমান হাসপাতাল চালু করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ।

তারা জানিয়েছে, এই ভ্যানের মধ্যে থাকছে ওয়েটিং রুম, ডাক্তারের চেম্বার, ড্রেসিং রুম, হুইল চেয়ার, স্ট্রেচার-সহ অন্যান্য পরিকাঠামো। রেলের কোচ দিয়ে তৈরি এই ভ্যানটি শিয়ালদহ বিভাগের বিভিন্ন শাখায় চলাচল করবে। কবে কোথায় যাবে, তা আগাম জানিয়ে দেওয়া হবে বলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন – পুজোয় পুরী যাবেন, কিন্তু টিকিট পাননি? দেখুন আপনার জন্য বিশেষ ট্রেন দিচ্ছে রেল
