কাশ্মীর ভারতেরই, মানলেন পাক বিদেশমন্ত্রী

জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের বৈঠকের একটি অনুষ্ঠানের মাঝেই কাশ্মীরকে ভারতের রাজ্য ‘জম্মু ও কাশ্মীর’ বলেই অভিহিত করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

স্বাধীনতার পর থেকে জম্মু-কাশ্মীরকে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে দাবি করে আসছে পাকিস্তান। কিন্তু শুরু থেকেই ভারতের দাবি, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। অবশেষে রাষ্ট্রসঙ্ঘের বৈঠকের ফাঁকে ভারতের দাবিই মেনে নিলেন পাক বিদেশমন্ত্রী।

এই প্রসঙ্গে তিনি বলেন, ”ওরা বলছে, জম্মু-কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। তাহলে কেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং এনজিও-কে ভারতের রাজ্য জম্মু-কাশ্মীরের অনুমতি দিচ্ছে না? ওরা মিথ্যা বলছে। কারফিউ উঠে গেলে বিশ্ব দেখতে পারবে।”

আরও পড়ুন-ইসরোর বিজ্ঞানী- গবেষকদের বেতন কাটার সিদ্ধান্ত কেন্দ্রের, কিন্তু কেন?

 

Previous articleকাছাকাছি মিমি-শুভশ্রী, ব্রাত্য রাজ
Next articleস্মৃতিতে গল্পে টাকি গার্লসে প্রাক্তনী সমাবেশ