টাকি গার্লসের প্রাক্তনী সংসদের উদ্যোগে 7 ও 8 সেপ্টেম্বর হয়ে গেল আনন্দমেলা বিধান শিশু উদ্যানে। প্রাক্তন দেবযানী, অনিন্দিতা, শকুন্তলা, দ্বিতিপ্রিয়া, অঙ্কিতা, প্রিয়াঙ্কার উদ্যগে এই অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়। প্রাক্তনীদের উপস্থিতি ছিল চোখে পরার মতো। স্মৃতি রোমন্থন করতে সঙ্গে আনন্দমেলার দোকানগুলি থেকে কেনাকাটা ছিল উপরি পাওনা।

আরও পড়ুন-কাশ্মীর ভারতেরই, মানলেন পাক বিদেশমন্ত্রী
