শিয়ালদহ-ব্যারাকপুর ডিভিশনে সিগন্যালিংয়ের সমস্যার জন্য ট্রেন চলাচল বিঘ্নিত। বিকাল 5.15 মিনিট থেকে এই সমস্যা চলছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, এই সমস্যাটি হয়েছে টিটাগড় ও ব্যারাকপুরের মাঝে। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।
চাকরিহারা শিক্ষকদের(Teachers) একাংশকে নিয়ে আন্দোলনকারীদের ধরনার জেরে ঘেরাও হয়েছিলেন এসএসসি(ssc) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দু'দিন পর শর্তসাপেক্ষে ঘেরাও-মুক্ত হলেন তিনি। হাইকোর্টে(Highcourt) এই দিন গুরুত্বপূর্ণ মামলার...