আজ সম্ভবত বারাসত কোর্টে রাজীব-আর্জির শুনানি, তৈরি CBI

CBI বনাম রাজীব কুমার ডুয়েলে দু’পক্ষই তৈরি আইনি লড়াইয়ের আঙ্গিনায় ঢুকতে। রাজীব কুমার বারাসত কোর্টে আগাম জামিনের আবেদন পেশ করলে, আজ, মঙ্গলবার তার শুনানির সম্ভাবনা আছে। রাজীব-শিবিরের তরফে ইতিমধ্যেই CBI-কে এই মামলার কথা জানানো হয়েছে। আদালতে রাজীব কুমার আর্জি জানাবেন,

এখনই যাতে তাঁর বিরুদ্ধে CBI কড়া পদক্ষেপ না করে। সে কারণেই এই আগাম জামিনের আবেদন।

শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ছিল বারাসত আদালত। আজ, মঙ্গলবার সেখানে রাজীবের আগাম জামিনের মামলা রুজু এবং শুনানির সম্ভাবনা। CBI সূত্রের খবর, রাজীবের আর্জির বিরোধিতা করে CBI জামিন-অযোগ্য পরোয়ানা জারির পাল্টা আবেদন জানতে চলেছে। তবে বারাসতের মামলার গতি-প্রকৃতিতে ভরসা না রেখে সোমবার বিকেলে CBI নিজেদের দিক সুরক্ষিত রাখতেই ক্যাভিয়েট করেছে শীর্ষ আদালতে৷
ওদিকে রাজীব- শিবিরের খবর, মঙ্গলবার বারাসতে আগাম জামিনের আবেদনের শুনানি হলে তাঁরা এর আগে সুপ্রিম কোর্টে পেশ করা যুক্তিই তুলে ধরবেন। শীর্ষ আদালতে এক দফা যে ভাবে রক্ষাকবচ পাওয়া গিয়েছিল, সেই পথই অনুসরণ করা হতে পারে বারাসতে৷