Saturday, January 17, 2026

অভিযুক্ত পড়ুয়াদের ‘সমাজবিরোধীদের উপযুক্ত’ দাওয়াই দেওয়া উচিত: দিলীপ ঘোষ

Date:

Share post:

‘সমাজবিরোধীদের উপযুক্ত’ দাওয়াই যাদবপুরের পড়ুয়াদের দেওয়ার কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের ওপর হামলায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের বামপন্থী পড়ুয়াদের একাংশ। এ ঘটনার প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেছেন, “এত দিন যাদবপুর ছিল দেশ-বিরোধীদের জায়গা। এখন ওটা সমাজবিরোধীদের জায়গা! সমাজবিরোধীদের সঙ্গে যা করা উচিত, ওদের সঙ্গেও তা-ই করা উচিত!” দিলীপবাবুর আরও অভিযোগ, “যাদবপুরের উপাচার্য কিংবা রাজ্য প্রশাসনের দম নেই ওদের পিটিয়ে বার করে দেওয়ার! তাই এই অবস্থা। আসলে যাদবপুরে যে অরাজকতা চলছে, গোটা রাজ্যের এখন সেই একই অবস্থা।’’

ABVP-র তাণ্ডব এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে হেনস্থার ঘটনার নিন্দায় সরব রাজ্যের প্রধান সব রাজনৈতিক দলই। এই ঘটনার প্রেক্ষিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, ‘‘ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তারক্ষীদের নিয়ে মন্ত্রীর আচরণে যথেষ্ট প্ররোচনা ছিল। কিন্তু গণতন্ত্রে সকলের জন্যই পরিসর আছে। কেউ কোনও অনুষ্ঠানে গেলে তার পাল্টা বক্তব্য জানানো যায়। এমনকি, বিক্ষোভ বা কালো পতাকাও দেখানো যায়। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীকে এ ভাবে হেনস্থা করে কার সুবিধা করে দেওয়া হল, বিক্ষোভকারীরা তা ভেবে দেখুক।” তৃণমূল নেতা তথা মন্ত্রী তাপস রায়ের বক্তব্য, “গণতান্ত্রিক ব্যবস্থায় সাংসদ, বিধায়ক বা মন্ত্রীদের এ ধরনের হেনস্থার ঘটনা মোটেই গৌরবের বিষয় নয়। সকলেরই বক্তব্য থাকতে পারে। তবে নিগ্রহ করার ঘটনা ঘটে থাকলে তা সমর্থনযোগ্য নয়।” প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র’র বক্তব্য, “রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ যে, কেন্দ্রীয় মন্ত্রীও এখানে সুরক্ষিত নন। ছাত্রদের উপরে মন্ত্রীর দেহরক্ষীদের ব্যবহারও সমর্থনযোগ্য নয়। ছাত্র সংসদের অফিস ভাঙচুরেরও তীব্র নিন্দা করছি।’’
যাদবপুরে অশান্তির ঘটনায় অভিযুক্ত বাম পড়ুয়াদের মধ্যে নকশালপন্থীরাও ছিলেন। CPI (M-L) লিবারেশন যাবতীয় অশান্তির দায় চাপিয়েছে ABVP এবং মন্ত্রী বাবুলের উপরে। লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষের বক্তব্য, বাবুল যখন ক্যাম্পাসে ঢোকেন, তখন ছাত্রছাত্রীরা দূরে দাঁড়িয়ে ঘৃণা-বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। মন্ত্রীর ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী পড়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।” পার্থবাবুর অভিযোগ, “সঙ্ঘ পরিবারের পরিকল্পিত গুন্ডামির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে স্বাগত জানাই।”

spot_img

Related articles

পাহাড় প্রেমই ‘কাল’! জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলার

শীতের মরশুমে প্রকৃতিপ্রেমীদের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন পাহাড়। কিন্তু শুক্রবার উত্তর সিকিমের পার্বত্য এলাকায় ছুটি কাটাতে গিয়ে মারা গেলেন...

“অনির্বাণের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে কাজ করতে দিন”, কাদের বললেন দেব

'দেশু' (DeSu) জুটির আগামী সিনেমাতে কি সত্যিই কাজ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? গত দুদিন ধরে চলতে...

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো...

আজ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করার পর আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নয়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে...