ডাকাতির ছক বানচাল করল পুলিশ। শনিবার, গভীররাতে দমদম পাগড়িঘাটাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে দমদম থানার পুলিশ। ধৃতদের থেকে তিনটি নাইন এমএম পিস্তল ও কুড়ি রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দশটা নাগাদ দমদমের পাগড়িঘাটার কাছে একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটক করে আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই গাড়িতে রাখা তিনটি অগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করে দুষ্কৃতীরা। এরপরেই অভিযুক্তদেরকে গ্রেফতার করে দমদম থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল পাঁচ দুষ্কৃতী।

আরও পড়ুন-রাজ্যে ফের NRS আতঙ্কে আত্মহত্যা, মৃত্যু ইট ভাটা শ্রমিকের
