‘দিদিকে বলো’ কর্মসূচিতে শনিবার চন্দননগরে গিয়ে এলাকার বাসিন্দাদের ক্ষোভের সামনে পড়লেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।মন্ত্রীর কাছে বেশ কিছু মহিলা অভিযোগ করেন, তাদের পাকা বাড়ির নকশা করার নামে চার হাজার টাকা করে নিয়েছেন স্থানীয় নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর । একবার বাড়ির নকশা তৈরি হয়ে গেলেও সেই নকশায় ভুল আছে বলে ফের টাকা চান ওই মহিলা কাউন্সিলর। তবে এইভাবে মন্ত্রীর সামনে কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হবে তা ভাবতেই পারেননি তৃণমূলের হেভিওয়েট নেতারা।

আরও পড়ুন-রাজীব-উধাও পর্বে যুক্ত শহরের একাধিক প্রভাবশালী ব্যবসায়ী, নাম পেয়েছে CBI
