Monday, December 29, 2025

মন্ত্রিসভার বৈঠক আজ, পে-কমিশন, DA নিয়ে সরকারি কর্মীদের নজরে নবান্ন

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভার বৈঠক আজ। আজই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অনুমোদনের জন্য পেশ হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা জানিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের সভায়। আজ, সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পর পে- কমিশন নিয়ে সরকারি বিবৃতি আসে কি’না, সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা।
গত 13 সেপ্টেম্বর ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার মুখ্যমন্ত্রীর কাছে প্রথম পর্যায়ের রিপোর্ট জমা দিয়েছেন। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের সভায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করেছে। আগামী বছরের জানুয়ারি থেকে কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মীদের বেতন বৃদ্ধি যে কার্যকর হবে। তিনি জানিয়েছিলেন,
কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের এখনকার মূল বেতনের 2.57 গুণ বৃদ্ধি পাবে। রাজ্য সরকারি কর্মীর ন্যূনতম বেতন বেড়ে 17 হাজার 990 টাকা হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের গ্রাচুইটির ঊর্ধ্বসীমা 6 লক্ষ টাকা থেকে বেড়ে 10 লক্ষ টাকা হবে। রাজ্য সরকারি কর্মী ছাড়াও পুরসভা এবং পঞ্চায়েত কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী এবং স্বয়ংশাসিত সংস্থার কর্মীরাও বেতন কমিশনের সুপারিশের সুফল পাবেন। একইসঙ্গে বলেছিলেন, মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর, বিষয়টি ‘প্রসেস’-এ যাবে। সে কারনেই আজ সরকারি কর্মীদের নজরে নবান্ন।

spot_img

Related articles

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...

মঙ্গলে বাঁকুড়ায় মমতা, SIR আবহে নির্দেশের অপেক্ষায় নেতা-কর্মীরা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে যখন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই আবহেই মঙ্গলবার...

বিশেষ সংশোধনীতে প্রবীণ ভোটারদের স্বস্তি! শুনানিতে হাজিরার বাধ্যবাধকতা নয় 

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন প্রবীণ, গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য...