Friday, August 22, 2025

মূর্ত-বিমূর্তের সন্ধিক্ষণ এবার দমদমপার্ক ভারতচক্রে

Date:

Share post:

কোনও জিনিস যা আপনি বুঝতে পারেন, তা আপনার কাছে মূর্ত। আবার সেই জিনিসটাই যদি অন্য কেউ বুঝতে না পারে, তাহলে সেটা তার কাছে হবে বিমূর্ত। আসলে সবটাই মানুষের চেতনা ও শিক্ষার ওপর নির্ভর করে। পৃথিবীর সবকিছুই আসলে মূর্ত। বিমূর্ত বলে নাকি কিছুই হয় না।এমনই দাবি করেছেন শিল্পী পূর্ণেন্দু দে এবং তাঁর সেই দাবি তিনি ফুটিয়ে তুলেছেন দমদমপার্ক ভারতচক্রের মন্ডপসজ্জায়।

প্রায় তিন মাস ধরে চলছে এই মন্ডপ তৈরির কাজ। এখনও প্রায় দশ দিন কাজ বাকি। উত্তর কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল, দমদমপার্ক ভারতচক্র। বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন পুরস্কারের সেরার তালিকায় এই পুজো মণ্ডপের নাম উঠে আসে। আর তাই এবার শিল্পী পূর্ণেন্দু দের হাত ধরে প্রাচীন যুগ থেকে চলে আসা মূর্ত-বিমূর্তের সন্ধিক্ষণকে এবার মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে।

এই থিম প্রসঙ্গে দমদমপার্ক ভারতচক্র পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্জুন গুন বলেন, মূর্ত বা বিমূর্ত পুরো ব্যাপারটাই মানুষের ওপর নির্ভর করে। ধরুন, একটা  স্বস্তিক চিহ্ন যদি আপনার কাছে মূর্ত হয়, একজন বিদেশিনীর কাছে সেটা কিন্তু বিমূর্ত। কারণ, তিনি চিহ্নটা কী বা এর সম্বন্ধে কিছুই জানেন না। তো তখনই আপনার কাছে জানা সস্ত্রীক চিহ্নটা তার কাছে বিমূর্ত হয়ে উঠবে। আসলে পুরো ব্যাপারটাই একটা চেতনার অভাব ও সেই চেতনাকেই শিল্পী পূর্ণেন্দু দে এমন মন্ডপসজ্জার মাধ্যমে সকলের মনে জাগিয়ে তুলতে চেয়েছেন।’

জানা গিয়েছে, বিভিন্ন ধরনের রঙ-বেরঙের কাগজ দিয়ে এই মন্ডপ তৈরি হয়েছে। যার মধ্যে কিছু কাগজকে বিদেশ থেকেও নিয়ে আসা হয়েছে। এমনকি মণ্ডপসজ্জার সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। আর মা দূর্গার অস্ত্রতেও দেখা যাবে বিভিন্ন কাগজের ছোঁয়া। মূলত, বিভিন্ন ধরনের কাগজের আকৃতি দিয়ে এই থিমকে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী পূর্ণেন্দু দে। সব মিলিয়ে এবারের পুজোয় দমদমপার্ক ভারতচক্র এক অভিনব থিম সকলের সামনে তুলে ধরতে চলেছেন, তা বলাই যায়।

ছবি- প্রকাশ পাইন

spot_img

Related articles

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...