মঙ্গলে নয়, বুধবার হাইকোর্টে রাজীব মামলার শুনানি

মঙ্গলবারও ADG CID রাজীব কুমারের আগাম জামিন আবেদন মামলার শুনানি হচ্ছে না। কলকাতা ও বিধান নগরের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন আবেদন সংক্রান্ত মামলার শুনানি হবে আগামিকাল বুধবার দুপুর আড়াইটে। এদিন এমনটাই জানিয়েছেন বিচারপতি সহিদুল মুন্সির ডিভিশন বেঞ্চ।

এদিন সকালে রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায়, হাইকোর্টে রাজীব কুমারের আগাম জামিনের আর্জি করেন। এবং খুব দ্রুততার সঙ্গে তা শুনানির আবেদন করেন। তখন বিচারপতি মুন্সি এতো তাড়াহুড়োর কারণ জানতে চান রাজীবের আইনজীবীর কাছে। এরপর দেবাশিস রায় বলেন, সিবিআই রাজীব কুমারকে গ্রেফতারের জন্য হন্যে হয়ে ঘুরছে। এরপর বিচারপতি বুধবার দুপুর আড়াইটে এই মামলার শুনানির সময় ধার্য করেন।

আরও পড়ুন-এবারের পুজোয় দমকলের হাতে নতুন অস্ত্র ‘ফায়ার বল’