এনআরসি আতঙ্কে ফের আত্মঘাতী। এবার কোচবিহারের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের হাওয়ার গাড়ি গ্রামে এনআরসি আতঙ্কের জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতার নাম আরজিনা খাতুন বিবি (26)। পরিবারের দাবি, দিন কয়েক ধরে ওই মহিলা বিভিন্ন নথিপত্র ঠিকঠাক করার জন্য একাধিক দফতরে ঘুরছিলেন। এই নিয়ে দুশ্চিন্তাতেও ভুগছিলেন তিনি। এরপর আজ বুধবার তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিজনেরা।

অন্যদিকে, এনআরসি আতঙ্কের জেরে আত্মঘাতী হলেন এক প্রতিবন্ধী যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলের সর্দার পাড়ায়। মৃতের পরিবারের দাবি, এনআরসি আতঙ্কের জেরেই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন সাবের আলি (32) নামের ওই যুবক। তাঁর বাড়ির নথিপত্র না পাওয়ার জেরেই আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে এনআরসির আতঙ্কের জেরে জলপাইগুড়িতে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল।


আরও পড়ুন-বিয়ের মেনুতে বদল, ‘তাজ বেঙ্গল’-কে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
