Friday, November 14, 2025

বি জে ব্লকের পুজো উদ্বোধনে অমিত শাহের সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না সুজিত-কৃষ্ণা

Date:

Share post:

মঙ্গলবার সেই বহুচর্চিত সল্টলেক বি জে ব্লকের পুজোর উদ্বোধন। উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুব তাৎপর্যপূর্ণ ভাবে ওই অনুষ্ঠানে আমন্ত্রিত দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পুজোর আয়োজকরা যদি এক মঞ্চে তিনজনকে হাজির করতে পারেন, তাহলে এক কথায় তা নজিরবিহীন। কিন্তু সে গুড়ে বালি।

দমকল মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুজিত বসু এবং বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না বলেই জানা গিয়েছে।

সুজিত বাবু জানান, “অমিত শাহ আসবেন সেটা আমি জানতাম না। কোন পুজো কমিটি কাকে আমন্ত্রণ করবে, সেটা একান্তই তাদের ব্যাপার। আমাকে চিফ গেস্ট হিসেবে ডেকেছিল, কিন্তু উদ্বোধনের দিন যেতে পারব না বলে ওদের জানিয়ে দিয়েছি। কারণ, ওই একই সময় অন্যান্য অনেকগুলো পুজোর উদ্বোধন আছে। তবে অবশ্যই যাব অন্য কোন দিন।” বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীও একই কথা শুনিয়েছেন।

প্রসঙ্গত, সল্টলেক বি জে ব্লকের পুজোর উদ্বোধনে যে কার্ড
ছাপা হয়েছে, সেখানে উদ্বোধক হিসেবে নাম রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রধান অতিথি হিসেবে নাম রয়েছে দমকল মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুজিত বসু। এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর।

spot_img

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...