উৎসবের কলকাতায় বাড়তি নজর পুলিশের। পঞ্চমী থেকেই ২০ হাজার পুলিশ মোতায়েন থাকবে মহানগরীতে। চতুর্থীতেই কলকাতার ৪০টি বড় পুজোয় নজরদারি শুরু। পঞ্চমী থেকেই ২০ হাজার পুলিশ মোতায়েন করা হবে।

চতুর্থীতে মোতায়েন ৭ হাজার পুলিশ কর্মী। পঞ্চমী থেকে ১৮০টি বড় পুজোয় নজরদারি চলবে। পাশাপাশি, সাদা পোশাকে নজরদারি গোয়েন্দা দলের। ট্রাফিক সামলানোর জন্য ৩ হাজার পুলিশ মোতায়েন থাকছে কলকাতা জুড়ে। পুজোয় মোতায়েন থাকছে ৭০০-৮০০ মহিলা পুলিশ। ৪৬টি ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি। নজরদারির জন্য থাকবে ১৭০০টি সিসি ক্যামেরা। দমকলের জন্য থাকছে ১৩টি পাইলট কার। প্রতি ডিভিশনে মিসিং পার্সন স্কোয়াড।
মেট্রোয় সিসিটিভিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। ভিভিআইপি-দের জন্য পাইলট কার থাকছে না। শহরের বিভিন্ন রাস্তায় থাকছে একাধিক স্বাস্থ্য শিবিরও।
