পঞ্চমীর সন্ধ্যা থেকে খুলে যাবে উল্টোডাঙা উড়ালপুলের বন্ধ অংশ। গত ৯ জুলাই এই উড়ালপুলের গড়িয়ামুখী লেনের পিলারে ফাটল ধরা পড়ে। সেই থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এরপর উড়ালপুলের ১৯ ও ২০ নম্বর পিলারে মেরামতির কাজ হয়। হয় নতুন করে লোড টেস্ট। তার রিপোর্ট আসার পর কেএমডিএ নিযুক্ত ব্রিজ অ্যাডভাইসরি কমিটি গাড়ি চলাচলের অনুমতি দেয়। সেই পরামর্শ মতো আজ, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গাড়ি চলাচল করবে বলে জানিয়েছেন ব্রিজ অ্যাডভাইসরি কমিটির আহ্বায়ক অমিতাভ ঘোষাল।


আরও পড়ুন-পঞ্চমীর ভোরেই কলকাতায় বজ্রপাত, সঙ্গে প্রবল বৃষ্টি
