Monday, August 25, 2025

পদত্যাগ সকলেরই, বোর্ডের উপদেষ্টা কমিটি আপাতত সদস্যহীন

Date:

Share post:

  • আঁচ পাওয়া যাচ্ছিল আগেই। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। তবে এত তাড়াতাড়ি এ ঘটনার সাক্ষী থাকবে ভারতীয় ক্রিকেটমহল, তা বোধহয় ভাবা যায়নি। শান্তা রঙ্গস্বামী, কপিল দেবের পরে এবার অংশুমান গায়কোয়াড়ও পদত্যাগ করলেন বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে।

তিন মাসের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল ভারতীয় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি। ভারতের জাতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের কোচ বাছাইয়ের লক্ষ্যে তৈরি করা হয়েছিল এই কমিটি। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ছাড়াও শান্তা রঙ্গস্বামী এবং অংশুমান গায়কোয়াড়ও ছিলেন এই কমিটিতে। এই কমিটিই বিরাট ব্রিগেডের কোচ হিসেবে বেছে নিয়েছিলেন রবি শাস্ত্রীকে। অথচ এখন যা পরিস্থিতি দাঁড়াল, বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি একেবারে সদস্যহীন হয়েই পড়ল।

সম্প্রতি এই কমিটির সদস্যদের বিরুদ্ধে স্বার্থ-সংঘাতের অভিযোগ ওঠে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী হয়েও কপিল অ্যান্ড কোং কী ভাবে একের বেশি পদে থাকতে পারেন, তা নিয়েই অভিযোগ উঠেছিল। বিসিসিআই-এর এথিক্স অফিসার ডি কে জৈনের কাছে এই অভিযোগ জমা পড়ার পরে তিনি সিইসি সদস্যদের নোটিস পাঠান। 10 অক্টোবরের মধ্যে কপিল-গায়কোড়ারদের নোটিসের জবাব দিতে বলা হয়েছিল। এই ঘটনার পরে ভারতীয় ক্রিকেটমহলে বেশ আলোড়ন পড়ে। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই প্রশ্ন তোলেন, বারবার এ ভাবে বিশিষ্টদের সম্মানহানি করা হচ্ছে কেন?

স্বার্থের সংঘাতের অভিযোগটি মানতে পারেননি শান্তা রঙ্গস্বামী। সবার প্রথমে সিএসি বা ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি থেকে পদত্যাগ করেন তিনি। এরপর একে একে কপিল দেব এবং অংশুমান গায়কোয়াড়ও ইস্তফা দিয়ে দেন। সবশেষে বোর্ডের সিইও রাহুল জোহরিকে চিঠি দিয়ে ইস্তফা দেন অংশুমান। ফলে ক্রিকেট উপদেষ্টা কমিটি আপাতত সদস্যহীন।

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...