Sunday, January 11, 2026

মেলবোর্নে দুদিনের শারদোৎসবে ভরপুর বাঙালিয়ানা

Date:

Share post:

সৌম্য বন্দ্যোপাধ্যায়

মেলবোর্ন। কলকাতা থেকে অনেক অনেক মাইল দূরে। সময়ের ব্যবধান প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। কর্মসূত্রে সপরিবারে দেশ ছেড়ে এখন বসবাস এর কাছাকাছি। ছেলেবেলার মফস্বল শহর, তারপর কলকাতার দুর্গাপুজো কাটিয়ে দিল্লি, নয়ডার দুর্গোৎসব। চিরচেনা এই জগত ছেড়ে প্রায় বছর খানেক আগে এখানে এসে আমার আর আমার স্ত্রী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল আর যাই হোক দুর্গাপুজোটা মিস হবে। কিন্তু কথায় বলে পাঁচটা বাঙালি একসঙ্গে থাকলে একটা দুর্গাপুজো হয়। আর এখানে তো বাঙালির সংখ্যা যথেষ্ট। আছেন বহু ভারতীয়। তাই দুর্গাপুজো মিস করি না আমরা। হ্যাঁ, তিথি মেনে হয়তো পাঁচদিন পুজো হয় না। কিন্তু উইকএন্ডে দুদিনের পুজো চেটেপুটে উপভোগ করেন আট থেকে আশি। যাদের এদেশে জন্ম বা অনেক ছোটবেলায় চলে এসেছে, তারাও কিন্তু পুজোর দিন দিব্যি ভারতীয় পোশাক সামলে বসে খিচুড়ি ভোগ খায়। আর আমাদের মতো যাদের মনের মধ্যে বাংলার শরতের আঘ্রাণ, আমরাও দারুণ উপভোগ করি এই পুজো।

চারটে দুর্গোৎসব হয় মেলবর্নে। মেলবর্ন বেঙ্গল অ্যাসোসিয়েশন ছোট করে বলা হয় মেলবা তারা 10 বছর আগে এই পুজোর সূচনা করে। স্থানীয় কলেজে এই পুজো হয়। জায়গাটা ভিক্টোরিয়ায়। সারা মেলবোর্ন থেকে প্রায় দু’শো বাঙালি অংশগ্রহণ করেন। লাল পাড় সাদা শাড়িতে সেজে যখন বঙ্গ তনয়ারা একে-অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন তখন মনে হয় না যে দেশ ছেড়ে এত দূরে রয়েছি। এখানে পড়াশোনার সূত্রে আমার মেয়ে সৃষ্টি সব রকম উৎসব পালন করে। তবে দুর্গাপুজোটা তার কাছেও স্পেশাল। এই সময় সে ট্রেডিশনাল সাজেই সাজতে চায়।

বাংলার দুর্গাপুজোয় যেরকম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই মেজাজ কিন্তু মেলবোর্নেও রয়েছে। এখানেও পুজোয় বিভিন্ন অনুষ্ঠান হয়।
মাত্র দুদিনের পুজো কিন্তু তাও আনন্দে আন্তরিকতায় এই এক টুকরো বাংলা আমাদের বিদেশে থাকার সারা বছরের রসদ হয়ে থাকে।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...