উৎসবের দিনে টানা ৬দিন কমল পেট্রল-ডিজেলের দাম। মঙ্গলবার কলকাতায় পেট্রলের দাম কমল ১৭ পয়সা, ডিজেলের দাম ১০ পয়সা। চেন্নাই, দিল্লি আর মুম্বইতেও এক হারে কমেছে। ২ অক্টোবর পেট্রলের দাম ছিল ৭৭.২৩ টাকা। এখন ৭৬.২৩ টাকা। অর্থাৎ শেষ ৬দিনে দাম কমেছে ১টাকা। ২ অক্টোবর ডিজেলের দাম ছিক ৬৯.৮৫। এখন ৬৯.১৭ টাকা। অর্থাৎ ৬৮ পয়সা কমেছে।

আরও পড়ুন-হিরের পেটে হিরে! সাইবেরিয়ার খনিতে মিলল বিরল রত্ন
