চোটের কারনে দল থেকে ছিটকে গেলেন ভারতের মহিলা দলের তারকা ব্যটসম্যান স্মৃতি মান্ধানা। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। পরিবর্তে খেলবেন পূজা ভাস্ত্রাকারকে। ইতিমধ্যেই টি-২০ সিরিজ ৩-১ ম্যাচে জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। তবে পারফরম্যান্স ম্যাচ উইনিং ছিক না স্মৃতির। এরপর নেটে ব্যাট করতে গিয়ে চোট পান। দলের কোচ রমন জানিয়েছেন, স্মৃতিকে বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে রিহ্যাবের জন্য। সেখানকার ফিজিওর পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন-শেষ আটে মেরি কম
