একাদশী থেকেই কখনও ভারী ও কখনও মাঝারি বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ওড়িশা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ বলয় রয়েছে। তার জেরে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি, জোড়া ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ভারী না হলেও, তারপরেও কয়েকদিন বৃষ্টি চলবে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-সুরক্ষিতই আছে গ্রাহকদের টাকা, আশ্বস্ত করল LIC



