Saturday, January 3, 2026

নয়া বাস রুটের দাবিতে নাগরিক কনভেনশন

Date:

Share post:

শিক্ষা, বেতন বৃদ্ধি, চাকরি, বন্ধ কারখানা খোলা- বিভিন্ন দাবিতে পথে নেমে বিক্ষোভ তো দেখাই যায়। রাজনৈতিক কারণে বা হত্যাকাণ্ডের প্রতিবাদে গণ কনভেশন তাও বহুল প্রচলিত। কিন্তু এবার বাসরুটের দাবিতে পথে নামছেন বাসিন্দারা। টালা ব্রিজে বন্ধ বাস সহ ভারী যান চলাচল। এর জেরে ব্রিজের ওপারের বাসিন্দাদের পক্ষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের যোগাযোগ বেশ কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বাসগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন বরানগরবাসী। তাঁদের দাবি, যে পথে বাস চালানো হচ্ছে, তাতে কোনও সুরাহা হচ্ছে না। উল্টে বেশি পয়সা দিয়ে যাতায়াত করতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সমস্যায় পড়ছেন বয়স্করা।

এই পরিস্থিতিতে নতুন বাসের দাবি জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমিতি প্রস্তুতি কমিটি। 34B রুটের বাসটি যে রুটে চলছে, তার বদলে বরানগর, কাশীপুর, রাজবল্লভ পাড়া হয়ে শ্যামবাজার দিয়ে ধর্মতলা যাওয়ার দাবি জানানো হয়েছে। ডানকুনি-শিয়ালদা লাইনে প্রতি আধ ঘণ্টা অন্তর ট্রেন চালানোর আবেদন জানানো হয়। কুটি ঘাট থেকে বাগবাজারে লঞ্চ সার্ভিস যা বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে সেটাও চালু হোক চাইছেন বরানগরের বাসিন্দা। একইসঙ্গে নোয়াপাড়া থেকে মেট্রোরেলের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন এই সংগঠনের সদস্যরা। 12 অক্টোবর নতুন বাস রুটের দাবিতে গোপাললাল ঠাকুর রোড ও টবিন রোডের সংযোগস্থলে একটি নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। নাগরিক অধিকার রক্ষা সমিতি প্রস্তুতি কমিটির ব্যানারে এই নাগরিক কনভেনশনে থাকছেন সমাজের সব পেশার মানুষ।

আরও পড়ুন-জিয়াগঞ্জ: বিজেপি মনে রাখুক সেই ফরওয়ার্ড ব্লকের হাল

 

spot_img

Related articles

শপথ নিয়েই কাজে মামদানি: নিউইয়র্কবাসীর জন্য সুলভ ঘর তুলে দিতে পদক্ষেপ

নিউইয়র্ক শহর সাধারণ মানুষের বাসযোগ্য করার শপথ নিয়েছিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শপথ গ্রহণেও তারই ইঙ্গিত রেখেছিলেন তিনি।...

অভিনব উদ্যোগ: সরাসরি চা বাগানের শ্রমিকদের অভাব-অভিযোগ শুনবেন অভিষেক, চলছে ফর্ম Fill-up

বিধানসভা নির্বাচনের আগে সারাবাংলা চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আজ আলিপুরদুয়ার (Alipurduwer)...

হোটেলের ঘরে হলিউড তারকা জোন্সকন্যার দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

সান ফ্রান্সিসকোর হোটেল রুমে 'মেন ইন ব্ল্যাক ২' সিনেমার অভিনেত্রী ভিক্টোরিয়া জোন্সের (Victoria Jones) রহস্যমৃত্যু। শুক্রবার ভোররাতে হলিউড...

তিনদিনের লড়াই শেষ: বাংলাদেশে মৃত্যু গায়ে আগুন লাগিয়ে দেওয়া ব্যবসায়ীর

শেষ পর্যন্ত মৃত্যু হল বাংলাদেশের ব্যবসায়ী খোকন দাসের। ছুরি দিয়ে কুপিয়ে তারপর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ফের...