বিয়ের পরে প্রথম দুর্গাপুজো বলে কথা! তাই এই পুজো ঘিরে নিখিল-নুসরতের বিশেষ প্ল্যান যে ছিল তা বলাই বাহুল্য। মানিকতলা চলতাবাগান লোহাপট্টি দুর্গাপুজা সিঁদুরখেলায় উপস্থিত ছিলেন সুদেশ ধনকড়, নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈন, চৈতি ঘোষাল, পাত্তি হফম্যান (us consul general) , মুনমুন সেন, দেবলিনা কুমার, অনন্যা এবং কোয়েল দাস, পুজো কমিটির চেয়ারম্যান সন্দীপ ভূতরিয়া সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে লাল ব্লাউজ, নাকে নথ ও সিঁথিতে সিঁদুরে সব সময়ের মতোই সুন্দর লাগছিল তারকা সাংসদকে। শুক্রবার চালতাবাগানে স্বামী নিখিল জৈনের সঙ্গে সিঁদুরখেলায় হাজির হন নুসরত। সেখানে অভিনেত্রী বলেন, তিনি ঈশ্বরের অনেক বেশি আদরের সন্তান। সেই কারণে সব উৎসবই পালন করেন তিনি। মনুষ্য ধর্মকে শ্রদ্ধা করেন এবং মানুষকে ভালবাসেন। সেই কারণেই কোনও ধরণের বিতর্ক নিয়েই তিনি মাথা ঘামান না বলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহান।
ছবি- প্রকাশ পাইন
