এবার রেড রোডে পুজো কার্নিভালের শুরুতেই ছিল লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রা। আর এই শোভাযাত্রায় শ্রীভূমির মধ্যমণি ছিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।

এদিন সকালে স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে মানিকতলা চালতা বাগানে চুটিয়ে সিঁদুর খেলার পর বিকেলে স্বামীকে নিয়েই চলে আসেন রেড রোডে। সেখান থেকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির শোভাযাত্রায় অংশ নেন।

শ্রীভূমির শোভাযাত্রায় ছিল চাঁদের হাট। নুসরত ছাড়াও ছিলেন গায়ক অভিজিৎ, অদিতি মুন্সি। অভিজিৎ এদিন ঢাক বাজাতে বাজাতে পুজো কার্নিভালে হাঁটেন।
