ব্যালট পেপারের বদলে ইভিএম এসেছে অনেক বছর। কিন্তু এখনও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চালু আছে। ব্যালটে ভোট হয় আরও অনেক জায়গাতেই। তা বলে পুজো কমিটির নির্বাচনে ব্যালট পেপার? এমনটাই হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। বারোয়ারি পুজো কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষের পদের জন্য ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হতে চলেছে। পুজো কমিটির পুরোহিত জানিয়েছেন, এই প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। কারণ, অনেকেই ওই পদগুলির দায়িত্ব নিতে চাইছেন। সেই কারণেই নির্বাচনের মাধ্যমে এই দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়ে চন্দননগর থানার এক আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে, তিনি অবশ্য জানান, তাঁদের কাছে নির্বাচনের কোনও খবর নেই। তবে, এর আগে এভাবে পুজো কমিটির সদস্য বাছতে ব্যালটের মাধ্যমে নির্বাচন হয়েছে বলে জানা যায়নি।

আরও পড়ুন – দুর্গোৎসবকে ‘হেরিটেজ’ তকমা দেওয়া হোক, চাইছে রাজ্য
