Saturday, November 15, 2025

মোদির পরামর্শ না শোনা ভুল হয়েছে, শেষপর্যন্ত মেনে নিলেন চন্দ্রবাবু

Date:

Share post:

বহু বিলম্বে বোধোদয় ! কার্যত সব হারানোর পর চৈতন্য হয়েছে।

গত বছর বিজেপির ঘর ছেড়েছিলেন চন্দ্রবাবু নাইডু। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা বুঝতে পারলেন এখন।
লোকসভা তথা অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে শোচনীয় ফল করেছে নাইডুর TDP বা তেলুগু দেশম পার্টি। এতদিন পর নাইডু অবশেষে স্বীকার করলেন, বিজেপির সঙ্গ ছাড়া তাঁর ভুল হয়েছিল।

ভোটের মুখে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবি তুলে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট ছাড়েন চন্দ্রবাবু। জোট ছাড়ার পর দেশজুড়ে বিজেপি-বিরোধিতার কথাই বলে গিয়েছেন নাইডু।
নিজেকে মোদির পাল্টা মুখ হিসাবে তুলে ধরতেও চেষ্টার কসুর করেননি।

জাতীয় স্তরে বিজেপি-বিরোধী মহাজোট গড়ার চেষ্টাও চালান তিনি।এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগও ঘনিষ্ঠ হয়। কিন্তু, কিছুই ক্লিক করেনি। লোকসভা এবং রাজ্য বিধানসভা, দুই নির্বাচনেই সাফ হয়ে গিয়েছে TDP এবং চন্দ্রবাবু। লোকসভায় তাঁর দল পেয়েছে তিন আসন। অন্ধ্রপ্রদেশ বিধানসভায় TDP-র প্রাপ্তি 23 আসন।

জাতীয়স্তরের ইংরেজি সংবাদমাধ্যমের দাবি, বিশাখাপত্তনমে দলের নির্বাচনী ফলাফল পর্যালোচনা বৈঠকে চন্দ্রবাবু বলেছেন, “আমরা অন্ধ্রের বিশেষ মর্যাদার দাবিতে বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলাম। সেই সিদ্ধান্ত আমাদের বিরাট ক্ষতি করেছে। আমরা যে শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তাই নয়, রাজনৈতিকভাবেও রাজ্য এবং লোকসভায় ক্ষমতা হারিয়েছে টিডিপি।” তিনি বলেন, নরেন্দ্র মোদি তাঁকে সাবধানও করেছিলেন। হঠকারী সিদ্ধান্ত নিয়ে NDA না ছাড়ার পরামর্শও দেন মোদি। কিন্তু, সেসব শোনেননি নাইডু। কংগ্রেসের সঙ্গে জোট করার সিদ্ধান্তও যে ভুল ছিল, এদিন তাও স্বীকার করেছেন TDP সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু।

আরও পড়ুন-রাজ্যজুড়ে বিজেপির গান্ধী সংকল্প যাত্রার ঘোষণা দিলীপ ঘোষের

 

spot_img

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...