Thursday, August 28, 2025

নজরে মমতার বৈঠক, তাকিয়ে রাজনৈতিক মহল

Date:

Share post:

শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি ফের তাদের কর্মসূচি নিয়ে তৎপরতা শুরু করেছে। দলীয় সংগঠনে গতি আনতে মঙ্গলবার মাঠে নামছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে তৃণমূল ভবনে একটি দলীয় বৈঠক ডেকেছেন তিনি। এই বৈঠকে জেলা সভাপতিদের পাশাপশি প্রতিটি ব্লক এবং টাউন সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠক থেকে তৃণমূল নেত্রী দলীয় নেতাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করছে।

এই বৈঠক থেকে কর্মীদের সামনে আগামী দিনের কর্মসূচিও তুলে ধরবেন মমতা। বর্তমান প্রেক্ষাপটে এদিন বৈঠক আরও বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেতে পারে।

গোটা দেশজুড়ে তীব্র অর্থনৈতিক মন্দা, NRC, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে পুজোর আগে রাজ্যজুড়ে জোরদার প্রচারে নেমেছিল তৃণমূল। NRC-র বিরুদ্ধে পথে নামেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত চলে তৃণমূলের পদযাত্রা ৷ দুর্গা পুজোর মধ্যেও রাজ্যের শাসকদল এই সমস্ত ইস্যুতে প্রচার চালিয়ে গিয়েছে। তবে নেতাকর্মীদের একটা বড় অংশ পুজো নিয়ে ব্যস্ত থাকায় গত কিছু দিন ধরে রাজ্যের শাসকদলের পথে নেমে প্রচারে ভাটার টান পড়েছিল।

মনে করা হচ্ছে, পুজো মিটতেই এই বৈঠকের মাধ্যমে সংগঠনকে ফের আন্দোলনমুখী করার কাজে হাত দিলেন তৃণমূল নেত্রী। যে কারণে এই বৈঠকে জেলা সভাপতিদের পাশাপাশি ব্লক এবং টাউন সভাপতিদেরও থাকতে বলা হয়েছে।

আগামী বছর কলকাতার পুরসভা-সহ রাজ্যের ১১০টা পুরসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। তাই পুর ভোট নিয়েও নেতাদের নিদিষ্ট কিছু নির্দেশ দিতে পারেন তৃণমূলনেত্রী। যে কারণে ওই বৈঠকের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...