সুনীলের গোলেই ভারত জিতবে, সাফ বলে দিলেন বাইচুং

আজ ফুটবলপ্রেমীদের ঠিকানা যুবভারতী। যুদ্ধ জামাল ভুঁইয়ার বাংলাদেশ আর সুনীল ছেত্রীর ভারতের। ২০২২-এর বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় ম্যাচ খেলবে মেন ইন ব্লু। টিকিট শেষ। একটা টিকিটের জন্য পাড়ায়, চায়ের আড্ডায় আবদার, অনুরোধ।

ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় বাইচুংও তাকিয়ে ম্যাচের দিকে। তাঁর স্মৃতিতে ১৯৯৯-এর সাফ গেমসের ম্যাচ। বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি। পাহাড়ি বিছে বলছেন, ভারত জিতবে, গোল করবেন সুনীল। দারুন ফর্মে রয়েছে দল। তবে বাংলাদেশের বর্তমান দলটা সম্বন্ধে পরিস্কার ধারণা নেই তাঁর।

ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হবে সুনীলদের। না পেলে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়বে ভারত। তবে কোচের উপর পুরোপুরি ভরসা আছে বাইচুংয়ের। আর ভরসা সুনীল আর গুরপ্রীতে। দুজনে নিজেদের ছন্দে থাকলে ভারতের জয় আটকানো মুশকিল, মনে করছেন বাইচুং।