Tuesday, November 18, 2025

আমদানিতে নিষেধাজ্ঞা, জাতীয় পতাকা এবার শুধু তৈরি করবে খাদি

Date:

Share post:

চিন সহ বিদেশ থেকে জাতীয় পতাকা আমদানি করার উপরে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। গত ১১ অক্টোবর বাণিজ্য ও শিল্পমন্ত্রক এক নির্দেশিকায় এই আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন খাদি গ্রাম উদ্যোগ ভবনের চেয়ারম্যান বিনয় সাক্সেনা। তাঁর বক্তব্য, দেশের পতাকা বিদেশ থেকে আমিদানি হচ্ছে তা কখনোই মেনে নেওয়া যায় না। চিন-সহ বিদেশের প্লাস্টিক তেরঙা পতাকা সংবিধান অনুযায়ী বেআইনি, সেইসঙ্গে পতাকা তৈরির নির্দেশিকাও উপেক্ষা করা হচ্ছে। সেই সঙ্গে খাদি শিল্পের দফারফা হচ্ছে। তথ্য দিয়ে তিনি জানান, খাদির তৈরি তেরঙা ২০১৭-১৮ সালে বিক্রি হয়েছে ৩.৭%, ২০১৮-১৯-এ ১৪%, যা দু’কোটিও ছুঁতে পারেনি। দাবি মেনে নিয়ে পীযূষ গোয়েল এই নিষেধাজ্ঞায় মত দেন।

মূলত তিনটি কারনে এই নিষেধাজ্ঞায় মত দেওয়া হয়।

১. বিদেশ থেকে মূলত প্লাস্টিকের তেরঙা পতাকা আমদানি হয়। এই জায়গাতেই বিধিনিষেধ আরোপ করতে চান খাদি চেয়ারম্যান। খাদির কাপড়ে তৈরি করলে তা যেমন আইনি হবে, পাশাপাশি সংস্থার ব্যবসাও বাড়বে। প্লাস্টিকের দৌরাত্ম্যে খাদি শিল্পের পরিস্থিতি সঙ্গীন। এই সিদ্ধান্তে জাতীয় পতাকা তৈরিতে খাদির এক চেটিয়া ব্যবসা হবে।

২. বিদেশে তৈরি তেরঙা জাতীয় পতাকা তৈরির নির্দেশনামা উপেক্ষা করছে। নির্দেশাবলী অনুযায়ী জাতীয় পতাকা তৈরি করা যাবে, হাতে বোনা উল, সুতির কাপড় আর খাদি সিল্কের কাপড় দিয়ে। অন্য কোনও কাপড়ে নয়। অথচ সীমান্ত পেরিয়ে যে সমস্ত পতাকা আসছে, সবই প্লাস্টিকের।

৩. এই নির্দেশিকায় জাতীয় পতাকার মাপও নির্দিষ্ট করে দেওয়া আছে। সেই নির্দেশও উপেক্ষিত হচ্ছে।

তিনটি কারনকেই সামনে রেখে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।

আরও পড়ুন-জিয়াগঞ্জে শৌভিকও গ্রেফতার, তবে খুনের মামলায় না

 

spot_img

Related articles

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ...

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...