পেট্রোল, ডিজেল নয়, গাড়িতে জল ভরে দিল ডানকুনির একটি পেট্রোল পাম্প। অভিযোগ, বুধবার, সকাল সাতটা নাগাদ একটি অ্যাম্বুল্যান্স ও বেশ কয়েকটি বাইকের ট্যাঙ্কে জল ভরে দেওয়া হয়। অভিযোগে পেট্রোল পাম্প কর্মীর উপর চড়াও হন গ্রাহকরা। যদিও কর্তৃপক্ষের সাফাই, নতুন পাম্পের কাজ চলছে। সেই কারণে কোনও ভাবে পাইপ লিক হয়ে পেট্রোলের সঙ্গে জল মিশে গিয়েছে।

আরও পড়ুন – রোজভ্যালি কাণ্ডে এবার নবান্নে চিঠি দিল সিবিআই
