অযোধ্যা মামলার শুনানি শেষ, ২৩ দিন পর রায়দান

অযোধ্যা মামলার শুনানি শেষ। আজ, বুধবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছিলেন যে, বিকেল পাঁচটার মধ্যে অযোধ্যা মামলার শুনানি শেষ করতে হবে। সেই কথামতো বিকেল পাঁচটার আগেই শেষ হল অযোধ্যার মামলার শুনানি। কিন্তু শুনানির শেষ দিনে নাটকীয় মোড় গোটা আদালত চত্বরে।

এদিন শুনানি চলাকালীন রাম জন্মভূমির জমির মানচিত্র আদালতে পেশ করেছিলেন হিন্দু মহাসভার পক্ষের আইনজীবী। কিন্তু সেই মানচিত্র ভরা আদালতে ছিড়ে ফেলেন বাবরি মসজিদ পক্ষের আইনজীবী। মানচিত্র ছিঁড়ে ফেলার আগে সকলের সামনে তিনি বলেন, ‘এটি ছিঁড়ে ফেলার জন্যেও কি অনুমতির প্রয়োজন?‌’‌

আরও পড়ুন – শুনানি শেষের ঘোষণার সঙ্গে সঙ্গেই সঙ্ঘের সলতে পাকানো শুরু

তবে বাবরি মসজিদ পক্ষের আইনজীবীর এই কাজে অত্যন্ত ক্ষুব্ধ হন প্রধান বিচারিপতি রঞ্জন গগৈ। ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, ‘‌আদালতে সমস্ত নিয়ম নষ্ট হযে গিয়েছে। আমরা বেরিয়ে যাব।’‌ অযোধ্যা মামলায় দৈনিক শুনানির আজ ৪০তম দিন ছিল।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চলে আসছে এই মামলার শুনানি। তবে শুনানির শেষে নাটকীয় মোড় পেরিয়ে জানা গিয়েছে, 23 দিন পর হবে অযোধ্যা মামলার রায়দান হবে। প্রসঙ্গত, আগামী 17 নভেম্বর রায়দান হবে বলে জানা গিয়েছিল। কিন্তু শেষ দিনের শুনানির পর জানা যাচ্ছে, আগামী 8 নভেম্বর হবে অযথা মামলার রায়দান। এখন কী রায় দেয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেটাই দেখার।

আরও পড়ুন – অভিজিতের মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা

Previous articleআজই ভোট, সমর্থন পেতে এমপিদের ফোন বরিসের
Next articleপাম্পে তেলের বদলে জল!