তরুণ সংঘের থিম ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’, ঢালাও চমক

কালীপুজোয় চমক দিতে চলেছে রামমোহন রায় রোড তরুণ সংঘ। তাদের পুজোর থিম: শতবর্ষে ইস্টবেঙ্গল। প্রদর্শনী, স্টল, স্মারক, ইলিশ মাছ, গান, সম্বর্ধনায় সাজানো হচ্ছে পুজোপ্রাঙ্গণ।

বুধবার এর আয়োজনে তরুণ সংঘের কর্তারা বৈঠক করেন ইস্টবেঙ্গলকর্তা দেবব্রত সরকারের সঙ্গে। ইস্টবেঙ্গল ক্লাবে বৈঠক শেষে জানা গেছে আয়োজকদের সহযোগিতায় পাশে থাকছে ক্লাব।

মাতৃমূর্তির গহনা হচ্ছে লাল হলুদ রঙের। ইস্টবেঙ্গলের গৌরবের ছবির ডালি নিয়ে দুর্দান্ত ছবির প্রদর্শনী হচ্ছে। সৌজন্যে “আজকাল” পত্রিকা। স্টল থেকে পাওয়া যাবে ইস্টবেঙ্গলের ছবি ও লোগোসহ নানা স্মারক। ফ্যান ক্লাব থেকে আলাদা স্টলে থাকছে নানা ভিডিও ক্লিপিংস। ইলিশ মাছের স্টল থাকবে আলাদা। এছাড়া আরও নানা আকর্ষণ।

উদ্বোধন 25 অক্টোবর। সেদিন উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গলের দিকপাল তারকারা। থাকবে একাধিক চমকপ্রদ কর্মসূচি, গান।

তরুণ সংঘের বক্তব্য: মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া বাংলা অসম্পূর্ণ। দুই প্রধানের অন্যতম ইস্টবেঙ্গল। তাদের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে আমাদের পুজোর থিম সাজানো হচ্ছে। ইস্টবেঙ্গলের লড়ায়ের ইতিহাস প্রতিফলিত হবে পুজোর প্রাঙ্গণে। সর্বস্তরের ফুটবলপ্রেমীদের স্বাগত জানাচ্ছি আমরা।

পাড়ায় ফুটবল জনপ্রিয়। দুই প্রধান নিয়ে তরজাও তুঙ্গে। কিন্তু ইস্টবেঙ্গলের শতবর্ষকে পুজোর থিমে ফুটিয়ে তুলতে একমত সকলেই। মন্ডপ, মঞ্চ, মডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। গোটা এলাকার দখল নেবে ফুটবল।

উল্লেখ্য, গতবার “মায়ের গয়না মেয়ের হাতে” থিম করে বাজার মাত করেছিল তরুণ সংঘ। পাড়ারই এক টালির ঘরের বাসিন্দা মেয়ের হাতে তৈরি গয়না দিয়ে মা কালীসহ মন্ডপ সাজিয়ে পরের পর পুরস্কার জিতে নিয়েছিল তারা। পাড়ার তরুণীদেরই দেখা গেছিল মডেল হিসেবে। আর এবার ইস্টবেঙ্গলের শতবর্ষকে থিম করে কালীপুজোর আসরে নামছে রামমোহন রায় রোড তরুণ সংঘ।