Saturday, January 10, 2026

সর্বনাশা অর্থনীতি, তাই চোখ ঘোরাতেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি: বিস্ফোরক নোবেলজয়ীর মা

Date:

Share post:

ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। সেই অবস্থা থেকে মানুষের চোখ সরাতে ধর্ম নিয়ে দেশকে উত্তাল করা হচ্ছে দেশকে। এইভাবেই কেন্দ্রের সরকারকে একহাত নিলেন নোবেলজয়ী অর্থনীতীবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা ৮৩ পেরিয়ে যাওয়া নির্মলা বন্দ্যোপাধ্যায়।

এখন বিশ্ব বাংলা সংবাদ-এর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অর্থনীতিবিদ নির্মলাদেবী বললেন, “আমার প্রথম ৫০ বছরের জীবনে ধর্ম নিয়ে এরকম মাতামাতি কোনোদিন শুনিনি, দেখিনি। আমার জন্ম মুম্বইতে। যে বাড়িতে থাকতাম, সেখানে তথাকথিত মুচি সম্প্রদায়, কুলি সম্প্রদায়, এমনকী খ্রিস্টান-মুসলিম ধর্মের মানুষও থাকতেন। তাদের সঙ্গে আমাদের কোনোদিন জাতপাতের সম্পর্ক ছিল না। আমার বহু বন্ধুবান্ধব অন্য ধর্মের। তারা এখনো রয়েছেন। কোথাও কোনো অসুবিধা নেই। এখন দেখছি প্রচার করা হচ্ছে, এই মাংস খাবে না, ওই মাংস খাবে না। এসব আবার কী। আমরাও দেখিনি আমার ছেলেরাও দেখেনি।”

এখন বিশ্ব বাংলা সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গ। রামমন্দির-বাবরি মসজিদ কিংবা ৩৭০ধারা বিষয়গুলি নিয়েও স্পষ্ট কথা শুনিয়েছেন নির্মলাদেবী। তিনি বলেছেন, এটা দেশের ইস্যু নয়। মানুষ চাকরি পাচ্ছে না। কাজ নেই, তাই অপরাধ বাড়ছে। এটা আসলে সরকারের ব্যর্থতা। সরকারের উচিত এই দিকে নজর দেওয়া। ধর্ম দিয় মানুষের পেট ভরবে না। নির্মলাদেবীর এই বক্তব্য রাজনৈতিক মহলে যে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-দেবাঞ্জন দাসের মৃত্যুতে জোরাল খুনের সম্ভাবনা

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...