ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। সেই অবস্থা থেকে মানুষের চোখ সরাতে ধর্ম নিয়ে দেশকে উত্তাল করা হচ্ছে দেশকে। এইভাবেই কেন্দ্রের সরকারকে একহাত নিলেন নোবেলজয়ী অর্থনীতীবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা ৮৩ পেরিয়ে যাওয়া নির্মলা বন্দ্যোপাধ্যায়।

এখন বিশ্ব বাংলা সংবাদ-এর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অর্থনীতিবিদ নির্মলাদেবী বললেন, “আমার প্রথম ৫০ বছরের জীবনে ধর্ম নিয়ে এরকম মাতামাতি কোনোদিন শুনিনি, দেখিনি। আমার জন্ম মুম্বইতে। যে বাড়িতে থাকতাম, সেখানে তথাকথিত মুচি সম্প্রদায়, কুলি সম্প্রদায়, এমনকী খ্রিস্টান-মুসলিম ধর্মের মানুষও থাকতেন। তাদের সঙ্গে আমাদের কোনোদিন জাতপাতের সম্পর্ক ছিল না। আমার বহু বন্ধুবান্ধব অন্য ধর্মের। তারা এখনো রয়েছেন। কোথাও কোনো অসুবিধা নেই। এখন দেখছি প্রচার করা হচ্ছে, এই মাংস খাবে না, ওই মাংস খাবে না। এসব আবার কী। আমরাও দেখিনি আমার ছেলেরাও দেখেনি।”

এখন বিশ্ব বাংলা সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গ। রামমন্দির-বাবরি মসজিদ কিংবা ৩৭০ধারা বিষয়গুলি নিয়েও স্পষ্ট কথা শুনিয়েছেন নির্মলাদেবী। তিনি বলেছেন, এটা দেশের ইস্যু নয়। মানুষ চাকরি পাচ্ছে না। কাজ নেই, তাই অপরাধ বাড়ছে। এটা আসলে সরকারের ব্যর্থতা। সরকারের উচিত এই দিকে নজর দেওয়া। ধর্ম দিয় মানুষের পেট ভরবে না। নির্মলাদেবীর এই বক্তব্য রাজনৈতিক মহলে যে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-দেবাঞ্জন দাসের মৃত্যুতে জোরাল খুনের সম্ভাবনা
