পদ্মার বুকে গুলিযুদ্ধ নিয়ে ভারতীয় বিএফএফ জওয়ানদের বয়ান:
অনেক সময় জলের মধ্যে ভুল করে মৎস্যজীবীরা সীমানা পার করে ফেলেন। এটা রুটিন ঘটনা। দুই সীমান্তরক্ষীবাহিনী ফ্ল্যাগমিটিং করে সমাধান হয়। এদিনও তাই চলছিল। আমরা মাত্র পাঁচজন বৈঠকে যাই। ওরা হঠাৎ পাঁচটা বোট দিয়ে আমাদের ঘিরে ফেলে। আমাদেরই আটকে রাখতে চাইছিল। ওরা গুলি চালায়। আমাদের থেকে ওরা সংখ্যায় বেশি। আমরা রুটিন বৈঠকে গেছিলাম। যদি আমরা সবাই যেতাম, ওদের একজনকেও ফিরে যেতে হত না। কিন্তু পরিস্থিতি তেমন ছিল না। ফলে আমরা বোট নিয়ে ফিরে আসি। বৈঠক আপাতত স্থগিত। ওরা হঠাৎ এমন কেন করল, বুঝতে পারলাম না।”
