চুঁচুড়ায় একাধিক তাজা বোমা উদ্ধার

তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল চুঁচুড়ার রবীন্দ্র নগরের পশ্চিম পাড়ায়। একটি পরিত্যক্ত বাড়ি থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। রমেন হালদার নামে এক ব্যক্তির ওই বাড়িতে এখন কেউ থাকেন না। এর জেরে বাড়িটি দুষ্কৃতীদের ডেরা হয়ে গিয়েছে বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, ঘটনাস্থলে যায় চুঁচুড়া থানার পুলিশ। একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। এরপরই বম্ব স্কোয়ার্ড যায় সেখানে। বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। বোমা উদ্ধারের ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এলাকায় বোমা উদ্ধার হয়। রবীন্দ্রনগর অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন – ১০দিন পরে জিয়াগঞ্জে ঘটনাস্থলে ফরেনসিক দল