পাঁচ বছরের কমবয়সি শিশুদের মৃত্যুর হার ভারতে সবচেয়ে বেশি। ইউনিসেফের সদ্যপ্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। রিপোর্টের পরিসংখ্যান অনুসারে, 2018 সালে ভারতে পাঁচ বছরের কমবয়সি শিশুমৃত্যুর মোট সংখ্যা 8 লক্ষ 82 হাজার। সেখানে নাইজেরিয়ার মতো দেশে সংখ্যাটা 8 লক্ষ 66 হাজার। অন্যদিকে, পাকিস্তানে এই সংখ্যা 4 লক্ষ 9 হাজার। দ্য স্টেট অফ ওয়ার্ল্ড চিলড্রেন নামে ওই রিপোর্টে যে সব দেশে শিশুমৃত্যু কম তার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, ডেনমার্ক, বাহরিন, নিউজিল্যান্ড, যেখানে এই বয়সি শিশুমৃত্যু হাজারের নীচে। শিশুমৃত্যু ছাড়াও তাদের অপুষ্টি, শারীরিক ক্ষমতারও তথ্য নেওয়া হয়েছে।

তবে ইউনিসেফের সর্বশেষ রিপোর্টে এই উদ্বেগের ছবি ধরা পড়লেও ইউনিসেফেরই অন্য কয়েকটি রিপোর্টে ভারতের জাতীয় পুষ্টি সমীক্ষার উল্লেখ করে শিশুদের মাতৃদুগ্ধ পান কর্মসূচি, স্কুলের বাচ্চাদের ফোলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট বিতরণ ও স্বাস্থ্য উন্নয়নের আরও কয়েকটি কর্মসূচির প্রশংসা করা হয়েছে। যদিও একইসঙ্গে ভারতীয় শিশুদের খাদ্যাভ্যাস তথা জাঙ্কফুড খাওয়ার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে
রাষ্ট্রসংঘের এই সংস্থা।


আরও পড়ুন-মধ্যযুগীয় বর্বরতা! মারধর, উলঙ্গ করে ঘোরানো হল এক গৃহবধূকে
