নিজেদের দেশ অথচ যাওয়ার অনুমতি নেই। সাবেক ছিটমহলে ঢুকতে পারলেন না অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।

শনিবার কোচবিহারের দিনহাটার করোলা সীমান্ত দিয়ে ছিটমহলে যান অপর্ণারা। উদ্দেশ্য এলাকার মানুষের সঙ্গে কথা বলা। এলাকার মানুষের নূন্যতম চাহিদা আদৌ পাওয়া যাচ্ছে কিনা, তা সরেজমিনে দেখা। রেশন কার্ড, জল, আলো, বাড়ি ইত্যাদির পরিস্থিতির খোঁজ নেওয়া। কিন্তু বিশিষ্টজনের দলকে বাধা দেয় বিএসএফ। কিন্তু স্পর্শকাতর এলাকা এবং তথ্যপঞ্জির অজুহাত তুলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ক্ষুব্ধ অপর্ণা বলেন, নিজের দেশ, নিজের রাজ্যের মধ্যে যাব। তাদের খোঁজ খবর নেব। এর মধ্যে অন্যায় কোথায়? এটা কোন রাজত্ব চলছে? স্বৈরতন্ত্র? নাকি ছিটমহলের দুর্দশা যাতে প্রচারে না আসে, তার জন্য এই বাধা? তাঁরা আবার আসবেন বলে জানিয়েছেন।


আরও পড়ুন-শিক্ষা যে কেবলমাত্র পুঁথিগত নয় বোঝাল স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের খুদে ছাত্ররা
