শিক্ষা যে কেবলমাত্র পুঁথিগত নয় বোঝাল স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের খুদে ছাত্ররা

কলকাতার এক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কটিশচার্চ স্কুলে শনিবার হয়ে গেল প্রাইমারি বিভাগের ছাত্রদের শুভেচ্ছা ও সংবর্ধনা । তারা প্রি প্রাইমারি থেকে মেইন বিল্ডিংয়ে প্রবেশ করল । এদের গড় বয়স 5-6 বছর। ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ দিতে ছিল বিভিন্ন শিক্ষামূলক সেমিনার । শিক্ষা যে কেবলমাত্র বইয়ের পুঁথিগত শিক্ষা নয়, আদর্শ চরিত্র গঠনের জন্য শরীর শিক্ষা বা খেলাধুলার মাধ্যমে শিক্ষাগ্রহণও যে প্রয়োজন সে বিষয়ে হল আলোচনা । ছিল ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ। খেলাধুলো ও শরীর শিক্ষার প্রয়োজনীয়তা ছোটদের সামনে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। স্কুলের প্রাইমারি বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা একত্রে এই অসাধারণ উদ্যোগ নেন। খুদে ছাত্ররা অনুষ্ঠান শেষে খুবই উৎসাহিত।

আরও পড়ুন – আরামবাগ বাস দুর্ঘটনায় আহত ২০

Previous articleহিটম্যানের সঙ্গে রাহানের দাদাগিরি, সেঞ্চুরি করে রোহিতের নয়া রেকর্ড
Next articleছিটমহলে ঢুকতেই দেওয়া হল না অপর্ণাদের!