টালা ব্রিজে বাস চলাচল বন্ধ থাকার জেরে নাকাল যাত্রীরা। ঘুর পথে বেশি সময় ও টাকা খরচ করে নিত্য যাতায়াত করতে হচ্ছে তাঁদের। নোয়াপাড়া থেকে অতিরিক্ত ট্রেন চালানোর জন্য মেট্রো রেলেকে আবেদন জানানো হয়েছে। অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেলওয়েও। এর মধ্যেই বরানগর পুরসভা ও WBTC-এর উদ্যোগে কুঠি ঘাট থেকে বাগবাজার হয়ে ফেয়ারলি প্লেস পর্যন্ত ২০০ আসন বিশিষ্ট ফেরি পরিষেবা চালু করা হল। টালা ব্রিজে বাস নিয়ন্ত্রণের জন্য বিকল্প পথের ব্যবস্থা করতেই এই উদ্যোগ। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়।

আরও পড়ুন-উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী
