যুবকের থেঁতলানো দেহ, ফের কি শহরে স্টোনম্যান?

প্রায় বছর তিরিশ আগে, মহানগরে ছড়িয়ে ছিল স্টোনম্যান আতঙ্ক। কয়েকজন সন্দেহভাজন ধরা পড়লেও, আসল অপরাধীকে গ্রেফতার করা গিয়েছিল কি না তা জানা যায়নি। সেই স্টোনম্যান আতঙ্কই ফের উস্কে দিল ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লির ঘটনা। বুধবার, অস্থায়ী দোকানের মধ্যে থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। মৃতের নাম গৌতম। তিনি ওই এলাকায় রিকশা চালাতেন। মঙ্গলবার, রাত পর্যন্তও তাঁকে দেখেছেন স্থানীয়রা। বুধবার, সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ভারী বস্তুর আঘাতে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই ৪ আটক করেছে পুলিশ।

ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। পুলিশি কুকুর নিয়ে গিয়ে তদন্ত করা হয়। কিন্তু কী কারণে গৌতমকে খুন করা হল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন – ফের চলন্ত ট্রেনে স্টোনম্যানের হামলা