ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল, মঙ্গলবার বেকবাগান ও খিদিরপুরের হোটেলে হানা দিয়ে রেহান খান, তৌহিদ ওয়াহিগ খান, জিনাত রবিন জোসেফ, সঞ্জয় ভূপতি ও আশরফ ঘানি নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের জেরা করে সল্টলেকে ওই কল সেন্টারের দফতরে হানা দেয় পুলিশ। বাজেয়াপ্ত করা মোবাইল ফোন, হার্ড ডিস্ক, প্রচুর বিদেশি নাগরিকের তথ্য ও ভিওআইপি ব্যবহারের বেশ কিছু নথি।

আরও পড়ুন-অজানা জ্বরে কাবু বসিরহাট
