প্রেমিকার শেষ ইচ্ছাকে মর্যাদা দিতে বেনজির কাণ্ড ঘটালেন যুবক

ইয়াং লু এবং শু শিনান। সেই কলেজ বেলা থেকে প্রেম দুজনের। প্রেম পরিণতি পায় বিয়েতে। ২০১৩-য় রেজিস্ট্রি করেন তাঁরা। তবে, এভাবে কোর্ট ম্যারেজে মন ভরেনি লু-র। সাদা গাউনে সেজে ঘটা করে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যে বোধহয় নির্ধারিত ছিল অন্য কিছু। রেজিস্ট্রির ৩মাস পরেই স্তন ক্যানসার ধরা পড়ে লু-র। শুরু হয় চিকিৎসা। সাময়িক ভাবে সেরেও ওঠেন। কিন্তু কিছু দিন পরে ফিরে আসে মারণ রোগ।

৬ অক্টোবর কোমায় চলে যান ইয়াং লু। এক সপ্তাহ পরেই মৃত্যু হয় ৩৫ বছরের যুবতীর। সামাজিক বিয়ের ইচ্ছে অপূর্ণই থেকে যায়। কিন্তু এভাবে লু-কে চেলে যেতে দিতে চাননি প্রেমিক শু। শেষকৃত্যের আগে কফিনবন্দি প্রেমিকা তথা স্ত্রীকে প্রথা মেনে সাদা গাউন পরিয়ে বিয়ে করেন তিনি। পূর্ব চিনের ডালিয়াং অঞ্চলের এই ঘটনা সামনে আসতেই আলোড়ন সোশ্যাল মিডিয়ায়।

প্রেম অমর, মৃত্যুর পরেও বেঁচে থাকে ভালোবাসা-এই সব কথা শোনা যায়, তবে, সেটা করে দেখালেন শু শিনান।

আরও পড়ুন – তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় বাজি বিক্রেতাকে তলব