তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় বাজি বিক্রেতাকে তলব

কালীপুজোর রাতে তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বাজি বিক্রেতাকে ডেকে পাঠাল হরিদেবপুর থানার পুলিশ। গত রাতে বেহালার বড়িশার ঢালিপাড়ার বিদ্যাসাগর সরণী এলাকায় বাজি পোড়ানোর সময় তুবড়ি ফেটে তার খোলের অংশ ছিটকে গিয়ে আদি দাস (৫)-এর গলার একাংশ ভেদ করে ঢুকে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন –  ভিলেন তুবড়ি প্রাণ কাড়ল দুজনের

Previous articleআমন্ত্রিত মোদি-মমতা, ইস্ট-ওয়েস্ট চালু ৭ নভেম্বর
Next articleঘুরপথে লোকসান, বন্ধ ২৩০ নম্বর রুটের বাস