আমন্ত্রিত মোদি-মমতা, ইস্ট-ওয়েস্ট চালু ৭ নভেম্বর

মেট্রো কর্তৃপক্ষ বারবার রহস্যের বাতাবরণ তৈরি করেছে। বারবার দিন পরিবর্তন হয়েছে। ট্রায়াল রান ব্যর্থ হয়েছে। এবার বোধহয় অপেক্ষার দিন শেষ। ইস্ট-ওয়েস্ট মেট্রো বাণিজ্যকভাবে শুরু হচ্ছে ৭ নভেম্বর। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সরকারিভাবে কিছুই বলা হচ্ছে না। কারন আধিকারিকরা বলছেন, আসলে আমরা ঘর পোড়া গরু…

আধিকারিকরাই টানা তিনদিন ট্রায়াল রান করিয়েছেন সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত। ১৬ মিনিটের এই পথ। প্ল্যাটফর্মে দাঁড়াবে ২০ সেকেন্ড। সকাল সাতটায় প্রথম ট্রেন, রাত ৯.৪০ মিনিটে শেষ ট্রেন। চলবে ২০ মিনিট অন্তর। আধিকারিকরা ট্রায়াল রানে যাওয়ার সময় স্ক্রিনডোর খোলা নিয়ে সমস্যা তৈরি হয়। তবে যাত্রী দেখে ট্রেনের সংখ্যা স্থির হবে।

আরও পড়ুন – মোদিকে ‘না’ পাকিস্তানের

Previous articleব্যাডমিন্টনের ‘ডাবলস’ ফরাসি খেতাবের মুখে সাত্ত্বিক-চিরাগ
Next articleতুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় বাজি বিক্রেতাকে তলব