রাতে হুমকি, সকালে রেললাইনে নিথর দেহ- চাঞ্চল্য নিমতায়

রাতে হুমকি, সকালে ব্রিজের নীচে দেহ উদ্ধার- ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিমতায়। বেলঘড়িয়া সিআর ব্রিজের নীচে রেললাইন মৃতদেহটি উদ্ধার হয়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে নিমতার ২৮ নম্বর ওয়ার্ডের এমএম সরণিতে তাপস পালের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। তাপসকে না পেয়ে বাড়ির লোকজনকে অকথ্য গালিগালাজ করে। এমনকী, তাপসকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ। বাড়ির দোতালার ঘরে ইট ছোড়া হয়। এরপরেই বুধবার সকালে, ব্রিজের নীচে রেললাইন থেকে উদ্ধার হয় তাপসের দেহ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পাল পরিবার।

আরও পড়ুন-সাকিবের পাশে দাঁড়ালেন হাসিনা