বুধবার রাতে সেক্টর ফাইভের একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। গুদামটি ভিডিওকন সংস্থার বলে জানা গিয়েছে। বহুদিন থেকে গুদামটি বন্ধ ছিল। দাউ দাউ করে আগুন লাগার পর এলাকার মানুষই দমকলে খবর দেন। আসে ৬টি গাড়ি। গভীর রাত অবধি দমকল আগুন নেভাতে চেষ্টা করার পর সকালের দিকে নিয়ন্ত্রণে আসে। কী কারনে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
