সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৪তম জন্মদিনকে সামনে রেখে রাষ্ট্রীয় একতা দিবস পালন করল কেন্দ্র সরকার, বকলমে বিজেপি। গুজরাতের কেভাড়িয়াতে সর্দারের এশিয়ার সর্বোচ্চ মূর্তির সামনে দাঁড়িয়ে কার্যত নির্বাচনী প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এ-ই মুহূর্তে নেই কোনও নির্বাচন। কিন্তু ৩৭০ ধারা নিয়ে বলতে গিয়ে কংগ্রেসকে একহাত যেমন নিয়েছেন, তেমনি কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ হওয়ার দিনেই প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের পুলিশের বেতন সপ্তম বেতন কমিশনের সমান করার কথা ঘোষণা করলেন। মোদির কথায়, ৩৭০ ধারা তোলার দিনে বলেছিলাম আর একটি ঘোষণার কথা। আজ জানাচ্ছি, উপত্যকার পুলিশ কর্মীরা কেন্দ্রের সপ্তম বেতন কমিশন অনুযায়ী আজ থেকে বেতন পাবেন।

প্রধানমন্ত্রীর আগে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ৩৭০ ধারা কাশ্মীরের চেহারা পাল্টে দিয়েছে। সন্ত্রাস আর থাকবে না। বদলে যাবে উপত্যকার চিত্র। কাশ্মীর, সন্ত্রাস, বল্লভ ভাইয়ের স্বপ্ন নিয়ে বললেও প্রধানমন্ত্রীর ভাষণে একবারও উঠে এল না বাংলার পাঁচ শ্রমিকের জঙ্গি হানায় মৃত্যুর ঘটনা। মর্মান্তিক ঘটনার কথার উল্লেখ নেই স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণেও। ফলে সরকারের একতা দিবসের দিনেও বিরোধী সমালোচনায় বিদ্ধ কেন্দ্র সরকার।

