Wednesday, November 12, 2025

স্ক্যানারের তলায় ম্যাডি ও স্বেচ্ছাসেবী সংস্থা

Date:

Share post:

কীভাবে মাত্র ৬বছরের অভিজ্ঞতা সম্পন্ন সংস্থার তরফে ইউরোপিয় পার্লামেন্টের ৩০ জন সদস্যকে ভারতে আসার আমন্ত্রণপত্র পাঠানো হল? এই নিয়েই এখন প্রশ্ন তুঙ্গে। স্ক্যানারের তলায় ম্যাডি শর্মা ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘উইমেন্স ইকনমিক অ্যান্ড সোশ্যাল থিঙ্কট্যাঙ্ক’ বা ‘WESTT’। ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বরে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি নথিভুক্ত করানো হয়। ভারতীয় বংশোদ্ভূত ম্যাডি, ওরফে মধু শর্মাই এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। যদিও, তিনি নিজের পরিচয় দেন ‘আন্তর্জাতিক বিজনেস ব্রোকার’ হিসেবে। সংস্থার দাবি, বিশ্বের ১৪টি দেশে তাদের কর্মকাণ্ড ছড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এত বিস্তৃত নেটওয়ার্ক সামলানোর মতো আর্থিক সঙ্গতি এই সংস্থার আছে কি? সূত্র অনুযায়ী, সংস্থার মোট কর্মী সংখ্যা মাত্র পাঁচ। তাঁদের মধ্যে পূর্ণ সময়ের কর্মী মাত্র একজন। তাহলে এত কাজ সামলান কে?

অথচ এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফেই ইউরোপীয় পার্লামেন্টের প্রায় ৩০ জন সদস্যকে ভারতে আসার আমন্ত্রণপত্র পাঠানো হয়। এমনকী, সূত্রের খবর ভারতে পৌঁছলে প্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠকের ব্যবস্থা হবে বলেও আমন্ত্রণপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনদিনের সফরে পার্লামেন্টের সদস্যদের কাশ্মীরে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন – “ওনার চলে যাওয়া বড় ক্ষতি”, গুরুদাস দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ রাজ্যপালের

স্বেচ্ছাসেবী সংস্থার নথিভুক্ত নটিংহ্যামের ঠিকানায় গিয়েও কাউকে পাননি সংবাদ সংস্থার প্রতিনিধিরা। এমনকী, দিল্লির সফদরজং এনক্লেভে এই সংস্থার কার্যালয়েরও যোগাযোগ করার চেষ্টা করাও কারউকে পাওয়া যায়নি বলে খবর।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফর তারা সংগঠিত করছে না। যদিও আগত সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্য বাছাই ও তাঁদের আমন্ত্রণ জানানোর শর্ত নিয়ে গোড়া থেকেই অস্বস্তি দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম কেন্দ্র ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়ন সূত্রে খবর, এই দলের ২৩ জন সদস্যেই দক্ষিণপন্থী দলের প্রতিনিধি। এই অসঙ্গতিপূর্ণ পরিস্থিতিতে কী ভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই ধরনের সফরের ব্যবস্থা করা হল, তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন – ঘুরপথে লোকসান, বন্ধ ২৩০ নম্বর রুটের বাস

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...