উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত গড়ুক বাংলা: রাজ্যপাল

গত লোকসভা নির্বাচনে রাজ্যে যে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না রাজ্যপাল জাগদীপ ধনকড়। সামনেই রাজ্যে বিধানসভা উপনির্বাচন। এবং এই উপনির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই তিনি আশাবাদী। শুধু তাই নয়, এই নির্বাচন এতটাই শান্তিপূর্ণ হবে যে তা গোটা বিশ্বের কছে তা নজির গড়বেও আশা তাঁর। তিনি মনে করেন, সমস্ত রাজনৈতিক দল এবং প্রশাসন সবস্তরে আলোচনা করে সেই পরিবেশ গড়ে তুলতে হবে।

কাশ্মীরের সাম্প্রতিক গনহত্যারও নিন্দা করে রাজ্যপাল বলেন, বহু চেষ্টায় কাশ্মীরে ৩৭০রদ করা গেছে। কিন্তু সন্ত্রাস এখনও মাথাচাড়া দিচ্ছে। যা কাম্য নয় ।

আরও পড়ুন-“ওনার চলে যাওয়া বড় ক্ষতি”, গুরুদাস দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ রাজ্যপালের

 

Previous articleস্ক্যানারের তলায় ম্যাডি ও স্বেচ্ছাসেবী সংস্থা
Next articleনিহতদের পরিবারের পাশে শুভেন্দু, মহুয়া